বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত বৃক্ষ রোপনেও আছে সাদকার সাওয়াব সৈয়দপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার সৈয়দপুরে “গরিব চিকিৎসা সেবা”সংগঠনের উদ্যােগে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান সৈয়দপুরে এপিএন২৪টিভির লোগো ও ষ্টুডিও শুভ উদ্বোধন ভারতীয় উপমহাদেশের সার্বজনীন সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সৈয়দপুরে আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ আলী গ্রেফতার সৈয়দপুরে ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ক্যাম্পবাসী উর্দুভাষীরা

সৈয়দপুরে “গরিব চিকিৎসা সেবা”সংগঠনের উদ্যােগে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক এর নাম / ১৪ বার পড়া হয়েছে
বর্তমান সময় বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

সৈয়দপুরে “গরিব চিকিৎসা সেবা”সংগঠনের উদ্যােগে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান

তৌসিফ রেজা সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুরের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) “গরিব চিকিৎসা সেবা” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের জিআরপি ক্লাবে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এতে ২০ জন্য বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। ওই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামুল্যে ওষুধপত্র প্রদান এবং ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সকালে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী।

আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের সভাপত্বিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মাহেরুখ সাদী হেনা, ডা. মো. রাইসুল কবির, ডা. আফসানা জাহান, ডা. জুলেখা আহমেদ নেহা, ডা. তারেকসহ মেডিসিন, হৃদরোগ, ডেন্টাল, নাক-কান- গলা, চক্ষু, প্রসূতি ও নারী স্বাস্থ্য, ফিজিওথেরাপিসহ ২০ জন বিশেষজ্ঞ  চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়াও মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ইসিজি এবং ডায়াবেটিস পরীক্ষা  করা হয়। সংগঠনের  সভাপতি মো. হাফিজুর রহমান জানান, সারা বছরই সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার গরীব বিভিন্ন রোগীদের চিকিৎসা ও ওষুধ প্রদান করে থাকি। তবে এবারে বৃহৎ পরিসরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের এই  ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শহরের সুনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা বিনা পারিশ্রমিকে সহযোগিতা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর