বৃক্ষ রোপনেও আছে সাদকার সাওয়াব”
নুরনবী মুহাম্মাদ মুস্তাফা ﷺ-এর মহান শিক্ষাকে যদি মানব জাতি তাদের জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ ও অনুকরণ করতো তাহলে এই পৃথিবীতেও স্বর্গীয় পরিবেশ বিরাজ করতো। পৃথিবীতে মানব ও প্রাণীর অস্তিত্বের সাথে বৃক্ষ (গাছ)-এর সম্পর্ক ওতোপ্রোতো ভাবে জড়িত কেননা মানুষ ও প্রাণী যে অক্সিজেন গ্রহন করে তার উৎপাদন হয় বৃক্ষে আর বৃক্ষ যে কার্বন-ডাইঅক্সাইড গ্রহন করে তা উৎপন্ন হয় মানব ও প্রাণী দেহে। এছাড়াও মানব ও প্রাণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার খাদ্যের জন্য এবং প্রয়োজনীয় নানা বস্তুর জন্য বৃক্ষের ওপর নির্ভর করে। বৃক্ষ মানব জাতির জন্য মহান আল্লাহর পক্ষ হতে এক অনন্য নেয়ামত। আর সেই নিয়ামতের দিকে ইঙ্গিত করে পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন- “আর তিনিই (আল্লাহ) আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি। অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। অতঃপর আমি তা থেকে বের করেছি সবুজ ডাল-পালা। আমি তা থেকে বের করি ঘন সন্নিবিষ্ট শস্যদানা। আর খেজুর বৃক্ষের মাথি থেকে (বের করি) ঝুলন্ত থোকা। আর (উৎপন্ন করি) আঙ্গুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন যয়তুন ও ডালিম। দেখ তার ফলের দিকে, যখন সে ফলবান হয় এবং তার পাকার প্রতি। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা ঈমান আনে।” (সূরা আল আনআম, সূরা নং ০৬, আয়াত নং-৯৯)। এবং একজন মুমিন যাতে উদ্ভিদ ও শস্য উৎপাদনে মনোনিবেশ করে সে জন্য হায়াতুন্নাবী, মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ উম্মাহকে উৎসাহের সাথে তাকিদ দিয়ে বলেছেন-”যার নিকট কৃষির জমি রয়েছে, সে নিজে তাতে চাষাবাদ করবে। আর যদি সে চাষাবাদ করতে না পারে, তবে মুসলমান ভাইকে দিয়ে দেবে, আর সে তাতে চাষাবাদ করবে।” (সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩৮৬৬, হাদিসের মান: সহিহ)। এমন কি গায়েবের সংবাদদাতা, আমেনা নন্দন, মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ তাঁর উম্মতকে বৃক্ষ রোপনে উৎসাহ দিতে গিয়ে এ পর্যায়ে বলেন, এ কাজ সাদকা তুল্য এবং এতেও সাওয়াব রয়েছে। তিনি বলেন-”কোন মুসলিম যদি গাছ লাগায় , আর তাত্থেকে কোন মানুষ বা জানোয়ার কিছু খায়, তবে তা তার জন্য সদাকায় পরিগণিত হবে।” (সহিহ বুখারী, হাদিস নং ৬০১২, হাদিসের মান: সহিহ)। বৃক্ষ বা ফসল রক্ষার জন্য শেষনাবী, মুহাম্মাদ মুস্তাফা ﷺ অত্যন্ত সচেতন ছিলেন, সেজন্য ইসলামি সেনাবাহিনীদের (তথা-মুজাহিদগণদের) তিনি যুদ্ধ চলাকালীন সময়েও ফসল বা উদ্ভিদ নষ্ট করতে শক্ত করে নিষেধাজ্ঞা জারী করেছিলেন। পরিবেশের ভারসাম্য ও ইকোসিস্টেম ঠিক রাখতে, খাদ্যশস্য ও ভেষজ ঔষধের যোগান দিতে বৃক্ষ রোপন ও তাঁর সংরক্ষণের কোন বিকল্প নেই। আসুন আমরাও বিভিন্ন ফলবান ও ঔষধি গাছ লাগিয়ে, সে সকল গাছ সংরক্ষণ করে এবং সে সব গাছের পরিচর্যা করে সাদকা করার সাওয়াবও অর্জন করি। (আমিন ইয়া রাব্বাল আলামিন)
শেখ খুরশিদ আলম (মানিক) নূরী রিজভী
ডবল (কামিল), ডবল এম.এ