নাটোর টিএমএসএসের কৈশোর কর্মসূচি পরিদর্শন করলেন ফোকাল পার্সন কামরুজ্জামান
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত টিএমএসএসের কৈশোর কর্মসূচির বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিদর্শন করেন টিএমএসএসের যুগ্ম-পরিচালক ও ফোকাল পার্সন যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান।
জোনাটোর টিএম এস এস কৈশোর কর্মসূচির দুইদিন ব্যাপী বিভিন্ন ক্লাব পরিদর্শনের অংশ হিসাবে বুধবার আগস্ট সকাল ১০ টায় নাটোর দিঘাপতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নব গঠিত করোটা কিশোর ও কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান। কাজী কামরুজ্জামান খান ক্লাব কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি সামাজিক বিভিন্ন অবক্ষয় রোধ কল্পে ক্লাব কর্মকর্তাদের দায়িত্ব ও করনীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিকতা নিয়ে দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন টিএমএসএস আগামীতে আরে বেশি বেশি করে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যাশা করছে। যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান ক্লাব সদস্যদের সার্বিক সামাজিক নিরাপত্তা রক্ষা ও ইভটিজিং বিষয়ে নিয়ে আলোচনা,পর্যবেক্ষণ,নানাবিধ করণীয় ও সহযোগিতামূলক পরামর্শ প্রদান করেন। তিনি কর্মকর্তাদের বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান টিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে। এসময় টিএমএসএসের স্থানীয় প্রতিনিধিগন উপস্থিত থেকে কার্যক্রমের সহযোগিতা প্রদান করেন। ফোকাল পার্সন কামরুজ্জামান খান ক্লাবগুলোর সার্বিক কল্যাণ কামনা করার পাশাপাশি আরো বেশি করে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও সামাজিক অবক্ষয় রোধে ব্যাপকভাবে কাজ করতে ক্লাব সদস্যদের অনুপ্রাণিত করেন। এ সময় কৈশোর কর্মসূচির সমন্বয়কার মোঃ জাহাঙ্গীর আলম খান, টিএমএসএসের কর্মকর্তা,এলাকার গন্যমানয় ব্যক্তি,নানা শ্রেণির মানুষ, জনপ্রতিনিধি,সমাজ কর্মকর্তা, সুবিধা ভোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আঃ খালেক খান
২৫/৮/২৩ পাবনা।