এবি সোবাহান সরকার
মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ)
য়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় একটি অজ্ঞাতনামা গরু চুরির মামলা হয়, গরুটির মালিক মোঃ রাজু মিয়া (২১) বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার করতে সক্ষম হয়েছে মুক্তাগাছা থানা পুলিশ।
এই বিষয়ে মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ জানান,
তথ্য পেয়েই আমার টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে, এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়। আটককৃত আসামী, মুক্তাগাছা উপজেলার, পোড়াবাড়ি বটতলা এলাকার মোঃ মুন্নাফ এর ছেলে, মোঃ মিন্টু মিয়া (২৫)।
ভুক্তভোগীদের প্রত্যাশা পুলিশের আন্তরিক মনোভাব ও অপরাধ নির্মূলে
এমন চৌকস অভিযান করা গেলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে।