” হোঁচট ”
কল্পের মতো এক গল্প আছে,
জীবন থেকে নেওয়া
আশায় ভরে দেওয়া
স্বপ্নের সিঁড়ি বেয়ে কত প্রাণ বাঁচে।
জীবনের সংগ্রামে পিচ্চিল পথটায়,
হেঁটে চলে দৃঢ় পণে
হাজারো স্বপ্ন বুনে
হতাশার মনোরথে -তবুও হোঁচট খায়।।
পাড়ি দিবে তীরে সেই সুখের ঐ মঞ্জিল,
এটা কী ছিলো জানা
জীবনটা হবে ফানা
বেদনার উর্মিতে ভেঙে দিবে তার দীল।।
সুখের সারথী হবে’ উজার করে সুখ দিবে,
বিভোর এই স্বপ্ন ডোরে
প্রিয় ছিলো যতন করে
আঁধার বাঁধারে রশ্মি ছড়ায়ে সুখ দুখ আধা আধা নিবে।।
আজ ছিড়ে ফেলে সেই -শপথের মালা,
সরে গেলে বহুদূরে
কুঁড়ে কুঁড়ে খায় মোরে
জমে থাকা কষ্ট আর নিঃসঙ্গ জ্বালা।।