এম এ খালেক খান :
বগুড়া জেলার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের আওতাধীন পরিচালিত খুলনা জেলার, খুলনা জোনের অধীন,খুলনা অঞ্চল কর্তৃক আয়োজিত নতুন বাজার শাখার সদস্যর মৃত পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান অনুষ্ঠান ২৯ আগস্ট নতুন বাজার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নতুন বাজার শাখার,শাখা প্রধান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের খুলনা জোন প্রধান মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের খুলনা অঞ্চলের, অঞ্চল প্রধান মোঃ জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাজ্জাদ হোসেন টিএমএসএস কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি এ এলাকায় কার্যক্রম আরো জোরদার করনের আহবান জানান। তিনি কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগের উপর আলোচনা করেন। তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি মোঃ জিয়াউর রহমান বলেন, টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তিনি সদস্যদের ক্ষুদ্র, ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে টিএমএসএসের খুলনা অঞ্চলের, সদস্য মোঃ আল মামুনের মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক দাবীকৃত বীমার ৪ লাখ ৩০ হাজার টাকা তার স্ত্রী মোছাঃ শাহানাজ বেগমের নিকট ফেরত প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান,মোঃ আসাদুল ইসলাম, কাউন্সিলর মোঃ রেজাউল করিম রেজা, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, মৃত্যু সদস্যদের নিকট আত্মীয় স্বজন, সুবিধাভোগী সদস্য,ঋণ গ্রহিতা মৃত্যু সদস্যদের নিকট আত্মীয়,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এম এ খালেক খান
২৯ আগস্ট ২৩,
০১৭১৬ – ৬৯ ৭২ ৬২