সানাউল্লাহ স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌর আ’ লীগের ত্রি-বার্ষিক-২০২৩ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন অনুষ্ঠানে আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন কে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজনকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
এছাড়া একই মঞ্চে পৌর কৃষক লীগের সভাপতি হিসেবে বিশ্বজিৎ চৌধুরী এবং হাফিজুর রহমানকে সাধারন সম্পাদক এবং মুক্তা বেগমকে তানোর পৌর যুব মহিলা লীগের সভাপতি করা হয়েছে।
শুক্রবার সকালে চাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে তানোর পৌর আ’ লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপি)।
সম্মেলনের উদ্বোধক ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
তানোর পৌর আ’ লীগ সহ-সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও তানোর পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর আরব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইট।
বিশিষ্ট সমাজ সেবক ও আ’ লীগ নেতা আবুল বাসার সুজন, তানোর উপজেলা আ’ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,
মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন আমিন, মুন্ডমালা পৌর আ’ লীগ সাধারন সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ।
কামারগাঁ উত্তর শাখা আ’ লীগ সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সম্পাদক নির্মল সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, মুন্ডুমাল পৌর যুবলীগের সভাপতি আবু রায়হান তপন।
তালন্দ ইউপি আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মেম্বার আবুল হাসান, ইউপি যুবলীগ সভাপতি মুখলেছুর রহমান প্রমুখ।