মাটি মামুন রংপুর।
রংপুরের ৩ যুবক কে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট ভাম্যমাণ আদালত।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৩ যুবককে ফেনসিডিল সেবনের অপরাধে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড ২০ (বিশ) হাজার টাকা জরিমানা, অনাদায়ে ০২ মাসের জেল প্রদান করেন ভাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (০১ লা সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বোতলা গ্রামে ধানক্ষেতের পাশে ফেন্সিডিল নিজ দখলে রেখে সেবনরত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহির ইমাম ভাম্যমাণ আদালতে তাদের এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন ১-রংপুর নগরীর মেডিকেল পুর্বগেট এলাকার মোঃ শাহজাহান আলীর পুত্র রিয়াদুস সালেহীন (২৭)।
২-নগরীর মুলাটোল এলাকার আব্দুল্লাহ এর পুত্র জাহিদ হাসান সোহান (২৬)।
৩-মেডিকেল পাকারমাথা এলাকার মোঃ আব্দুল কাইয়ুম- এর পুত্র ফাহাদ হোসেন (২৫)। কে তাদের সকলের থানা কোতোয়ালি মেট্রোপলিটন রংপুর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহির ইমাম সাংবাদিক দের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ফেনসিডিল সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়।
এবং প্রত্যেককে মাদক সেবনের অপরাধের ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড ও ২০ (বিশ) হাজার টাকা জরিমানা অনাদায়ে ০২ মাসের জেল প্রদান করা হয়েছে।
মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদকমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ অভিযান অবহৃত থাকবে।