সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ ।

প্রতিবেদক এর নাম / ১৩৪ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং- চিলারং ইউনিয়নের ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খায়ের উদ্দীনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। ৩ সেপ্টেম্বর রবিবার সকালে
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাপুকুর লক্ষীপুর (নেংরীহাট) নামক স্থানে ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সমাবেশ করে ভুক্তভোগী ও স্থানীয়রা।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৭নং -ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীপেন্দ্রনাথ রায়্, অত্র স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইনুল হক, সমাজসেবক মোহাম্মদ আল্লামা, অভিভাবক সদস্য পয়গাম আলী, চিলারং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা তৈমুর রহমান, ৭নং -ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মমিন সহ ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা। ভুক্তভোগী মোঃ শাহিন কাদির জানান, ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে জানতে পেরে আবেদন করি। এ সময় আমার কাছে ২ বারে পর্যায়ক্রমে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চাকরি বাবদ তিনি আমার কাছে ১৫ লক্ষ টাকা দাবি করে। এত টাকা দিতে আমি অস্বীকৃতি জানালে তিনি কৌশলে স্কুলের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করে দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে বিষয়টি নিয়ে আমরা ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করি। নতুন ম্যানেজিং কমিটি মামলা তোয়াক্কা না করে গত ১৪ আগস্ট স্থানীয় দৈনিক আলোর কন্ঠ ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তিনি আরো বলেন, দৈনিক আলোর কন্ঠ প্রতিনিয়ত প্রকাশিত হয় না এবং জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের পাঠক অত্র জেলায় নেই। সেই সাথে আলোর কন্ঠ পত্রিকা যেদিন প্রকাশিত হয় সেদিনের সব পত্রিকা প্রধান শিক্ষক ক্রয় করে নেন। প্রধান শিক্ষক একক আধিপত্য বিস্তার করে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছে যা বিধিসম্মত নয়। ফলে নিয়োগ বাণিজ্য বন্ধ করার জন্য তিনি ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন জানান, এবং শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীদের অভিযোগ, প্রধান শিক্ষক খায়ের উদ্দীন নিয়মিত স্কুলে আসে না। প্রায় সময় ছুটিতে থাকে এবং মাসে ১৫ দিন পর স্কুলে আসলেও সকল হাজিরা একদিনে উঠিয়ে দেয়। এছাড়াও এডমিট কার্ডের টাকা বেশি করে নেয় এবং বছরে শুরুতে সরকারের দেয়া বিনামূল্যে বই বিতরণে ছাত্র-ছাত্রীদের কাছে ২০০ করে টাকা নেয় এবং যারা টাকা দিতে ব্যর্থ তাদেরকে বই দেওয়া হয় না। তিনি তার ইচ্ছামত স্কুল পরিচালনা করেন কেউ উনার বিরুদ্ধে কথা বলতে পারে না। বিষয়টি উদ্ধাতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন অভিভাবক ও এলাকাবাসীরা। ভেলাপুকুর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দীনের সাথে স্কুলে গিয়ে যোগাযোগ করতে চাইলে তিনি ছুটিতে আছে বলে যোগাযোগ করা হয়নি এবং মুঠোফোনে একাধিকবার ফোন করেও তিনি ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর