কি আজব এই দুনিয়া
মোঃ দেলোয়ার হোসেন
কি আজব এই দুনিয়াটা
বুঝা বড়োই দায়,
সবাই শুধু স্বার্থ খোঁজে
দেখি হায়রে হায়।
এই না ভুবন ছাড়তে হবে
আজকে না হয় কাল,
তবু মানুষ বুনছে দেখি
আজব মায়া জাল।
মায়ার জালে বন্দী হয়ে
ভুলে গেলে ভাই,
আসলে একা যাবে একা
সঙ্গী কেহ নাই।
আপন বলতে প্রভু শুধু
বাকি সবই পর,
চোখ বুঝিলে যেতে হবে
ছোট্ট মাটির ঘর।