প্রভু ভক্ত
মাইমুন বিল্লাহ
দু’চোখ মেলে দেখে চলেছি
রবের সৃষ্টি দান,
হৃদয় থেকে গেয়েছি আমি
তারই নামের গান।
নিরব রাতে একাকী মনে
ভেবেছি তাঁর মান,
ডেকেছি তাঁকে সত্য মনে
গাইবো তারই শা’ন।
হৃদয় তুষ্টে করবো আমি
পুণ্যের সুধা পান,
মনের মাঝে রাখবো আমি
প্রভু প্রেমের টান।
সঠিক পথে চলতে আমায়
শক্তি করো দান,
পাপী আমি ক্ষমা চাহি
প্রভু তুমি মেহেরবান।