বারো মাস কষ্ট জমাই
শাহেদা ফেরদৌসী
দেখার চোখ বদলে গেছে
ন্যায় অন্যায় কোনোটি দেখার
দৃষ্টিই আর ছয়/ছয় নয়।
প্রকাশিত বিবৃতি ভূয়া,
প্রদর্শিত আবেগ মিথ্যে
ধর্মকর্ম সব লোক দেখানো।
এখনো সব দেখি বন্ধ চোখে
যদিও না দেখাই ভালো ছিল
বিবেকের অক্ষমতা কি সহ্য হয়?
দেখি অবৈধ মস্তকওয়ালা মানুষ,
বৈধ পকেটে জারজ কাগজের নোট,
ন্যায়হীন, সত্যহীন, বিবেকহীন সমাজ।
অহংকারের আগুন দেখি,
দেখি পড়ে আছে বিনয়ের ছাই
দেখি আর বারো মাসই কষ্ট জমাই।