আসাদুজ্জামান খান মুকুল’এর কবিতা
” অভিসারিকা ”
যমুনার তীরে আসি ধীরে ধীরে
গহীন তমসা রাতে,
শুনে তব বাঁশি অনুরাগে ভাসি
প্রাণে যে মানে না তাতে!
তুমি হে কানাই!বাজাও সানাই
কদম্ব তলায় রোজ,
ভালোবাসা জাগে রাধিকার রাগে
এসে তাই করি খোঁজ।
নীড়ে যারা থাকে চোখে চোখে রাখে
কলঙ্কিনী মোরে বলে,
উতলা এ মন মানেনা বারণ
আসি ওগো নানা ছলে!
যখনি গো স্মরি!ভাবনাতে মরি!
আঁখিজলে ভাসে বুক,
নাহি পেলে দেখা লাগে বড় একা
পাইনি যে কোনো সুখ?
যৌবনের জ্বালা করে জ্বালাপালা
অভিসারিকার মন,
মান’কুল ছেড়ে আমি আসি তেড়ে
প্রণয়ে কাটাতে ক্ষণ!
এই মনে হায়!তোমা শুধু চায়
বিরহ করতে দূর,
তাড়িও না পাছে এসেছি গো কাছে
বাজাতে প্রেমের সুর!