ভোলার লালমোহনে নিহত ১
জেলা প্রতিনিধি,ভোলা:
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখাওয়াত হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত ওই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, বিদ্যুৎ সংযোগ ক্রুটির কারণে সাখাওয়াতদের বাসভবনে আর্থিংয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি জানতেন না সাখাওয়াত ও তার পরিবারের সদস্যরা। সন্ধ্যার দিকে বসতঘরের সামনে বসে বাবা-মার সঙ্গে কথা বলছিল সাখাওয়াত। এসময় আর্থিং সংযোগে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।