কবি এ এস এম সাদেকুল ইসলাম-রচিত কবিতা
” বাবা তুমি ক্লান্তহীন ”
ক্লান্ত শ্রান্ত মরমী দেহেও আজো তুমি পরিশ্রান্ত
ঘর্ম গতরেও অবিরাম খেঁটে চলো হওনি কভু ক্ষান্ত
হৃদয়ে পোঁষো স্বপ্নবীজ আর গর্দানে বহে ঋণ
বুকজোড়া আশা নিয়ে খেটে যাও’অবিরাম রাত্রি ও দিন।
অভাব আর সংকটে হেসে চলো অকপটে
সংগ্রামী চেতনায় সংসার হাল যেনো দৃঢ় হাতে ধরো,
আমাদের চাওয়া যতো দিয়ে যাও অবিরত
অভিমান গ্লানি মূছে সুখের আরতি দিয়ে মমডোর ভরো।
সময় আর প্রকৃতি কতরূপে বদলে
কত তার আঞ্জামে কত হাওয়া বয়,
পৃথিবীর দস্তুরে কত জনে দেখিবারে
স্নেহ,মায়া ভালোবাসায় বাবার মত কেউ নয়।
হাজারো কষ্টেও উপোস -অনাহারে
না খেয়েও বাবা বলে পেটে নেই ভোগ,
জীর্ণ কাপরে পরিপাটি রয় সে
শত কোটি বেদনাতেও হাসিভরা মুখ।