ভোলায় গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি:
ভোলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫৭ পিচ ইয়াবাসহ মো. বিপ্লব ওরফে বিপুল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা ফেরি ঘাটের ২ নং পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বিপ্লব ওরফে বিপুল হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার যাত্রাপাশা মুগামাটি এলাকার মো. হান্নান মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্ত:জেলা সঙ্গবদ্ধ মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়াডের্র ইলিশা ফেরি ঘাটে অভিযান চালিয়ে ২ নং পল্টন এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫৭ পিচ ইয়াবাসহ মো. বিপ্লব ওরফে বিপুল নামের এক যুবককে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।