রংপুরে আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে প্রীতিভোজ
এম এ খালেক খান :
উত্তর জনপদের বিভাগীয় নগর রংপুর বিভাগে বাংলাদেশ পুলিশের রংপুর মেট্রো পলিটন পুলিশ কর্তৃক আয়োজিত আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রংপুর আরডিআরএস মিলনায়তনে ১৮ সেপ্টেম্বর প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের (আইজিপি) মহা-পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম বার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার পিপিএম বার,বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও বহুগন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক প্রজ্ঞাবান বিশিষ্ট সমাজ বিঞ্জানী অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এবং বিশিষ্ট সমাজ সেবক প্রমুখ