বাংলাদেশে নির্বাচনী পরিবেশ দেখতে’ মার্কিন প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ পর্যালোচনা করতে আগামী ৭ অক্টোবর ঢাকায় আসবে আমেরিকার একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।
ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রায়ান বলেন, ‘আমেরিকার অর্থায়ণে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) যৌথভাবে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন মূল্যায়ন মিশন পরিচালনা করবে। ৬ সদস্যের প্রতিনিধি দলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর ঢাকা সফর করবে। এই সফরে মূল্যায়ন দলটি নির্বাচন কমিশন, সরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক প্রতিনিধি, সিভিল সোসাইটি, বিদেশি কূটনীতিক এবং দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কথা বলবেন।