বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর সভাপতি ইমন হাসান কন্যা সন্তান এর পিতা হলেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আসিফ ইকবাল বিন মাসুদ
দীর্ঘদিন অপেক্ষার পর কন্যা সন্তানের পিতা হলেন বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমন হাসান।
ইমন হাসানের ঘরে মহান আল্লাহ পাক ইতিপুর্বে দুইটি ছেলে সন্তান দান করেছেন উভয় সন্তান কে ইসলামের খেদমতে ইসলামী শিক্ষায় সু শিক্ষিত করার লক্ষ্যে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষীত করার চেস্টা চালিয়ে যাচ্ছেন।
ইমন হাসান ও তার সহধর্মিণীর বড় ইচ্ছে ও স্বপ্ন ছিলো একটা কন্যা সন্তানের। মহান আল্লাহ পাক গত কাল ২২শে সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার সময় আনুমানিক ৪.০০ ঘয়িকায় ফরিদপুর জেলার মধুখালি থানার (প্রাইভেট হাসপাতাল) ববিতা ক্লিনিকে কন্যা সন্তান দান করে মহান আল্লাহ পাক তাদের সেই ইচ্ছে পুরোন করেছেন বলে ইমন হাসান জানিয়েছেন।
ইমন হাসান এটাও জানিয়েছেন যে নব জাতক শিশু কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মোসাঃ জান্নাতুল ফেরদৌস ঈমা। ইমন হাসান ও তার পরিবারের বুহুল আকাঙ্ক্ষিত কন্যা সন্তান ও সন্তানের মা সুস্থ আছেন।
ইমন হাসানের ইচ্ছে তার ছেলেদের মত মেয়েকেও দ্বীনি শিক্ষায় শিক্ষীত করে দ্বীনের ক্ষেদমতে সন্তানদের উৎসর্গ করবেন। সে তার সন্তান ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকল অসুস্থ শিশুদের সুস্থতার জন্য দোয়া করেছেন।