স্থানীয় কোন্দলে সাংবাদিক রাজীব দাস তুষার এর উপর হামলা থানায়
চট্টগ্রাম জেলা ব্যুরো।
চট্টগ্রামের মিরসরাই এর ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাংবাদিক তুষার দাশ এর উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সাংবাদিক রাজীব দাস তুষার জানান স্থানীয় প্রতিবেশী রুবেল দাশ গং এর সাথে চলাচলের রাস্তায় পানি নিষ্কাশনের বিষয়ে কথা কাটা কাটি হলে চড়াও হয়ে আমার উপর নিঃসংস হামলা চালায়। এবং রুবেল গং
দলবল নিয়ে বাড়িতে ঢুকে আমার স্রী সন্তানের উপরেও হামলা করে।
স্থানীয় এলাকাবাসীরা বলছে পূর্ব শত্রুতার জের ধরেই সাংবাদিক রাজীব দাসকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক রাজীব দাস জানান, সকাল আনুমানিক দশটার দিকে প্রতিপক্ষ বাহিনী আমার বাড়িতে ঘরে ডুকে স্ত্রী পুত্র সহ পরিবারের উপর হামলা চালায়। এসময় আমার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করা হলে মিরসরাই থানার এস আই মোরশেদ টিম ফোর্স নিয়ে এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল থেকে ফিরে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন রাজিব দাশ (তুষার) ।
এ বিষয়ে রুবেল দাশ এর কাছে জানতে চাইলে কথা কাটাকাটি হয়েছে বলে স্বীকার করলেও হামলার বিষয়টি অস্বীকার করেন।