ধ্রুবতারা সমাজ কল্যান ফাউন্ডেশনের নির্বাহী কমিটি গঠন
ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি,
চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার যুবক ও প্রবাসীদের নিয়ে সমাজ সেবা ও জনকল্যাণমুখী সংগঠন প্রতিষ্ঠা করা হয়
২০১৯ ইং সালের ১৫ মার্চ তারিখে।
সমাজের শিক্ষিত সুশীল ও সচেতন নাগরিকদের নিয়ে পরামর্শে , বহুমুখী মানব কল্যাণ সংগঠন”ধ্রুবতারা ফাউন্ডেশন নামে নামকরণ করে প্রতিষ্ঠা হয় এই সংগঠন।
যার ৮০ শতাংশ সাহায্য ও ফান্ড মেনেজম্যান্ট করেন স্থানীয় নাগরিক প্রবাসী বাংলাদেশিগণ। গঠনতন্ত্র অনুযায়ী ২ বছর মেয়াদে পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়া করে সংগঠনটি। গেলো ১ লা সেপ্টেম্বর ২০২৩ ইং মেয়াদ পূর্তি হলে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন স্থায়ী কমিটি । সাধারণ সভা আহবান করে দেশি -প্রবাসী পরিচালকের সমন্বয়ে নতুন নেতৃত্ব ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে ধ্রুবতারা ফাউন্ডেশনের স্থায়ী কমিটির এক মিটিংয়ের আগামী দুই বছরের জন্য ২৯ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ আরাফাত হোসেন কে সভাপতি ও মাজহারুল ইসলাম রাজু কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি সুমন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মিলন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন , অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সাগর হোসেন , সমাজসেবা বিষয়ক সম্পাদক রিদয়। কার্যনির্বাহী সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত, ইসমাইল হোসেন,মোহাম্মদ রহমতউল্লাহ সোহাগ,মোঃ শরীফ মিজি , আলমগীর হোসেন ,আরিফ হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, সুমন হোসেন, হাফিজ উদ্দিন, বাহার উদ্দিন, মোঃ মূসা , সজিব মিজি, আরমান মোল্লা, মাজহারুল ইসলাম রাকিব, অপু বনিক, শাহেদ হোসেন, আর আমিন খান , রুবেল হোসেন প্রমুখ । সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির মিটিংয়ে আহ্বায়ক কমিটির সমন্বয়েএই কমিটি অনুমোদন করা হয় । স্থায়ী কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন মোঃ রহমত উল্লাহ সোহাগ, মোঃ মাহাবুব শেখ , আরাফাত হোসেন , শরীফ মিজি, মাজহারুল ইসলাম রাজু।ধ্রুবতারা ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সদস্য রহমতুল্লাহ সোহাগ বলেন ধ্রুবতারা ফান্ডেশন নতুন নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে এবং গণতান্ত্রিক চর্চায় স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নতুন নেতৃত্বের মাধ্যমে অর্থ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড আরও অগ্রগতি হবে বলে আশা করেন । তরুণ সদস্য হৃদয় বলেন আমরা ধ্রুবতারা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ড দেখে এ সংগঠনের কাজ করার আগ্রহ প্রকাশ করি । টানা দ্বিতীয়বার নির্বাচিত সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম রাজু , সংগঠনের সার্বিক সফলতা কামনা করে নতুন কমিটির সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।