ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ ।
- মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশের ৪ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার বিকালে বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার ক্রীড়া সংস্থা মাঠে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে দুপুর থেকে ওয়ার্ড-ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে এসে সমবেত হোন৷
যুব মহাসমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এ সময় প্রধান বক্তা হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল উপস্থিত ছিলেন। এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে শেখ হাসিনার হাত ধরে সমুদ্র বিজয়, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, সারাদেশে মডেল মসজিদ ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সহ সরকারের অভাবনীয় উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ করা হয়।