গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এর কার্যালয় সিলগালা
নিজস্ব প্রতিনিধ :
গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কার্যালয় সহ আশ পাশের সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকান পাঠ সিলগালা করে দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।
রবিবার (০১) অক্টোবর দুপুর ১২ টার দিকে নগরীর বোর্ডবাজার এলাকার সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত অফিসে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে ও সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরিন মাধুবী।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
জিএমপির গাছা থানা পুলিশ সদস্যরা সিটি কর্পোরেশনের এ অভিযানে সহযোগিতা করেন।
উল্লেখ্য সিটি কর্পোরেশনের উক্ত অফিসটি সাবেক গাছা ইউনিয়ন পরিষদের অফিস হিসেবে ব্যবহৃত হতো।নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনাহেনা এটিকে তার কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।ভবনটির নিচ তলায় গাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হিসেবে সাংবাদিকরা ব্যবহার করে আসছিলেন।গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বলেন,একটি রাজনৈতিক দলের দুটি গ্রুপের পরস্পর রেষারেষির কারণে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, আগামীতে যেন গাছা প্রেসক্লাবের কার্যক্রমটি অন্তত এখানে চলতে দেওয়া হয়।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের অবৈধ উচ্ছেদ অভিযান তাদের নিয়মিত রুটিন মাফিক কাজ।এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর ওসমান গনি কাজল, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম,৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মনিরুজ্জামান মনির,৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে একজন ব্যবসায়ী বলে যখন সাবেক ইউনিয়ন পরিষদ ছিল তখন থেকেই আমার এখানে ব্যবসা করে আসছি আমরা কি করে অবৈধ হলাম আমরা ইউনিয়ন পরিষদকে ভাড়া এবং সিটি কর্পোরেশনকেও ভাড়া দিয়ে আসছে তাহলে আমার কি করে অবৈধ দখল দার হলাম।