“পরবাস”
এ এস এম সাদেকুল ইসলাম।
পৃথিবীর দস্তুরে জন্ম হওয়া প্রাণী’সবে
মৃত্যুর কোলে ডোলে,
তবুও প্রাণ সরব প্রাণীগুলো
আশায় আর ভরসায়
স্বপ্ন ও সাধেপ্রেরণার অনুকূলে।
জন্ম হয় ফের মরতে হবে
সম্যকজ্ঞানে সবাই বুঝে,
তবুও জীবন থেকেও লম্বা চাহাত
আকাশসীমা সুখের কিনারা খুঁজে।
ইহকালে আছে যত সুখ কিবা দুখ
সবই হলো অস্থায়ী সাময়িক ভোগ,
পরকালের প্রাপ্তি চাওয়া থেকেও ব্যাপ্তি
অসীম ও অপার,
শান্তির ছায়াতলে সুজনরা রবে বলে
অমর ও অশেষ জীবন
শেষ নাহি হবে তাঁর।
ভাবো তাই ওরে ভাই
মায়াজালে মেতোনা,
নিজ কাজে পাবে ফল
পূণ্যতে জমা করো
মৃত্যুর মিছিলে একলাই তুমি যাবে
সাথে কেহ যেতো না।