পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মিডিয়া সেন্টারে আলোচনা অনুষ্ঠিত
প্রতিবেদক এর নাম
/ ১৪৬
বার পড়া হয়েছে
বর্তমান সময়
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার
পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মিডিয়া সেন্টারে আলোচনা অনুষ্ঠিত।
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনিধি
পাবনা মিডিয়া সেন্টারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর”কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও গণসাক্ষরতা অভিযান কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ, পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পাবনার সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বেগম পারুল আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম। আলোচনা অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আকতার জামান ও সহকারী অধ্যাপক হালিমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে চাই সংস্থা’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। ধারণাপত্রের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন সাংবাদিক কামাল সিদ্দিকী। মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এইচ কে এম আবুবকর সিদ্দিকী, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক লিমন আমির, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোবাদ আলী, সেন্ট্রাল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আনোয়ারুল হক,ওয়াই ডাব্লিউ সি এ’র শিক্ষক জিনাত সুলতানা ও ক্ষুদ্র এনজিও জোটের আহবায়ক ও আসাস এনজিও’র নির্বাহী পরিচালক আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, বর্তমান ও অবসর প্রাপ্ত শিক্ষক,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।