ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে আটক -০৭
মোঃ শাহীন আলম ( ময়মনসিংহ প্রতিনিধি )
‘‘বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ইতোমধ্যে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১২/১০/২০২৩ খ্রি. তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় দালাল চক্রের ১। মোঃ শামছুল আলম(৪১), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-পাতারিয়া, ২। বিজয় দাস হরিজন (৪৫), পিতা-রঘুনাথ হরিজন, সাং-নতুন বাজার হরিজন পাড়া, ৩। মোঃ তুষার আহম্মেদ (২৬), পিতা-আঃ হান্নান, সাং-চরপাড়া, ৪। মোঃ রতন মিয়া (৪৭), পিতা-আঃ রউফ, সাং-চরপাড়া বউ বাজার, ৫। মোঃ আলাল উদ্দিন (৩২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-চর কালিবাড়ী, ৬। মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা-মোঃ শহিদ মিয়া, সাং-গনে শ্যামপুর, সকলের থানা-কোতোয়ালী, ৭। পাভেল (২৩), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-সিঙ্গীমারী, থানা-ফুলপুর, বর্তমান সাং- ময়মনসিংহ পার্সপোট অফিস সংলগ্ন, থানা-কোতোয়ালী, সকলের জেলা-ময়মনসিংহদেরকে আটক করে। আটককৃতদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক প্রত্যেককে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল। দালাল চক্র নির্মূলে র্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতার কৃতদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।