বগুড়ায় টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পুরস্কার লাভ
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, প্রজ্ঞাবান, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায়ে অবদানের স্বীকৃতি স্বরুপ পুরস্কার লাভ করেছে। ‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৫২- তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কর্মচারীদের পারিবারিক সচ্ছলতা ও স্বনির্ভরতা আনয়নের জন্য টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কে পুরস্কৃত করা হয়েছে। এ দিবস উৎযাপন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়েছে। বগুড়া জেলা পরিষদ মিলানায়তনের সভা কক্ষে ৪ অক্টোবর এক অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্মাননা স্মারক টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারন সম্পাদক আবু তাহের মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠান, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।