মিরসরাই উপজেলা নির্বাচন অফিস অর্থের বিনিময়ে মিলে অতিদ্রুত এন আইডি কার্ড-(পর্ব – ১)
ডেক্স নিউজ :
চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলা নির্বাচন অফিসে মিলে অতিদ্রুত এন আইডি জাতীয়তা কার্ড, ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার প্রবাসী বাংলাদেশি রিমিডেন্টস দের,ও অসহায় গ্রামের সহজ সরল মানুষের । বিভিন্নভাবে অযুহাত দেখিয়ে অথবা অর্থের বিনিময়ে মিলছে এন আইডি কার্ড, আর যারা আগে ফাইল জমা দিয়েছে আগের সিরিয়াল নাম্বার টা সহজে মিলছেনা কার্ড, পরের সিরিয়াল কার্ড পেয়ে যাচ্ছে জাতীয়তা এন আইডি কার্ড, এমনটি অভিযোগ উঠেছে উপজেলা মিরসরাই নির্বাচন কিছু অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে, বিদেশ প্রবাসী বাংলাদেশি এক নাগরিক নাম প্রকাশে অনিচ্ছুক, ভুক্তভোগী জানান, আমি দীর্ঘদিন যাবত কার্ড সিরিয়াল নাম্বার টা নিয়ে ও ছবি তুলছে না, অথচ আমার পরের সিরিয়াল নাম্বার ছবি তুলে আগে আইডি কার্ড পেয়েছে। তাছাড়া আমার কাছ থেকে খরচ অফিস বাবদ টাকা দাবি করেছেন কিছু অসাধু কর্মকর্তা ও ছবি তুলে যিনি মো: আরাফাত হোসেন সহ, আমি না দেয়া অনিশ্চা প্রকাশ করাতে পাইনি এখনো এন আইডি কার্ড,
শুধু প্রবাসী বাংলাদেশি নাগরিক না রয়েছে শতশত নিরিহ সহজ সরল মানুষের ভোগান্তির যেন শেষ নেই, এই বিষয়ে অনিয়ম দুর্নীতি কারণ জানতে যোগাযোগ করতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাকির হোসেন সাথে ওনার মোটুফোনে পাওয়া যায়নি। বিস্তারিত অাসছে( পর্ব-২)