শিকড় সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ এস এম সাদেকুল ইসলাম।
ময়মনসিংহের বহুল আলোচিত সাহিত্য সংগঠন, শিকড় সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গেলো শুক্রবার সময়ঃ বিকালঃ ৩টায় ময়মনসিংহ শহরের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সেমিনার কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহা-ব্যাবস্থাপক জামিল আহমেদ এর সভাপতিত্বে শিকড় সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ রাজা ও সম্পাদক শাহীন শাহ’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র অভিনেতা পীরজাদা শহীদুল হারুন।
উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি,সম্পাদক ও গবেষক মাহমুদুল হাসান নিজামী,
বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, কবি ও অনুবাদক শামসুল ফয়েজ, বাংলা একাডেমীর সদস্য কবি আতিক হেলাল, কবি আনছার উদ্দিন ভূঞা প্রমূখ।
এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশ বরেণ্য কবি,লেখক, সাংবাদিক সংগঠক সহ সাহিত্য ও সাংস্কৃতিকমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দেড় শতাধিক কবি, লেখক ও গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।