ডুমুরিয়ার আমুড়বুনিয়া স্কুলের অভিভাবক সদস্য নির্বাচন সমপন্ন,চেয়ারম্যান প্যানেল পূর্ণ বিজয়
অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
ডুমুরিযার আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ টি পদের বিপরীতে দুইটি প্যানেলে ১০ জন প্রার্থী প্রদ্বিন্দ্বীতা করেন।
এর মধ্যে মাগুরখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা প্যানেলের ৫ জন অভিভাবক সদস্য প্রত্যাক্ষ ভোটে বিজয়ী হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
মোট ১১৩ জন ভোটারের মধ্যে ১১১ জন ভোটার উপস্থিত হয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজয়ী প্রার্থী হলেন,অমর কৃষ্ণ মন্ডল পেয়েছেন ৬৩ ভোট,
ননী গোপাল সানা ৬১ ভোট,
বিবেকানান্দ মন্ডল ৬৩ ভোট,
নারায়ন বৈদ্য ৫৮ ভোট ও সংরক্ষিত নারি সদস্য
সুষমা গোলদার ৬৪ ভোট পেয়ে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
অপরদিকে আনন্দ সরকার ৪১ ভোট,দীপকং সরকার ৪৫ ভোট,জয়দেব মন্ডল ৫১ ভোট,সুশান্ত মন্ডল ৪৪ ভোট ও সংরক্ষিত নারি সদস্য সমাপ্তি বাইন পেয়েছেন ৪৫ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস। সহকারী দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল।