পাবনায় ওসাকা পরিচালিত এসএইপি প্রকল্পের সমাপনি অনুষ্ঠিত
এম এ খালেক খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার উদ্যোগে পরিচালিত পাবনায় মিনি গার্মেন্টস শিল্প সমৃদ্ধ করণে এসইপি প্রকল্পের সমাপনি ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রায় দুই হাজার মিনি গার্মেন্টস বস্ত্র উৎপাদনকারী ও বিপনন কারী প্রতিষ্ঠান এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে বলে উদ্যোক্তারা জানান। তিন বছর মেয়াদী প্রকল্পের সমাপনী সভায় ওসাকার নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাংবাদিক মজিদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি, চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের স্টাফ রির্পোটার আখতারুজ্জামান আখতার, হোসিয়ারি ম্যানুফ্যাকচারার গ্রুপের সাবেক সভাপতি মনির হোসেন পপি, ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম ও উপ-পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ওসাকার সিনিয়র এ্যাডমিন শামসুজ্জামান প্রিন্স। এ কর্মসুচির সাফল্য তুলে ধরে বক্তব্য দেন ম্যানেজার আরমান আলী। পরে ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতা বিষয়ের উপর ভিডিও প্রজেন্টেশন প্রদর্শন করা হয়। এ সময় পাবনার শতাধিক ক্ষুদ্র গার্মেন্টস উদ্যোক্তা, সাংবাদিক, নারী উদ্যেক্তা ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তিন বছর মেয়াদী এ প্রকল্পে পাবনা জেলার সদর ও ঈশ্বরদী উপজেলার ছয়টি ইউনিয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী সহায়ক কর্ম সংস্থান ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের মাধ্যমে গার্মেন্টস খাতের মোট ১ হাজার ৮ শত উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ,যোগাযোগ, প্রযুক্তিগত উপকরণ ও ১৬ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ বিষয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিকট জানতে চাইলে তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে তারা অনেক অজানা বিষয়ে জ্ঞান অর্জন করে তা ব্যবসায় ও বাস্তব জীবনে প্রয়োগ করে তাদের ব্যবসায়িক পরিধি সমৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। এ ধরনের প্রকল্প চলমান থাকলে আরও উপকৃত হবে বলে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা জানিয়েছেন। এ সময় নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, ওসাকার উপকার ভোগী সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।