কুল্লু জামি’উল মুসলিমিন
কবি এ এস এম সাদেকুল ইসলাম।।
মনের মাঝে দুঃখপীড়া
বলবো কারে খুলে,
ভরে গেছে দেশটা মোদের
ভন্ড পীর ভজনে -মাজার পুঁজায়
ফির্কাহ গুলেমালে।
সহি সুন্নাহ ছেড়ে দিয়ে
মিথ্যাচারে পা,বাড়িয়ে
পরছে মানুষ লক্ষ নিযুত
শির্ক বিদআতের দলদলে,
বিবেকবোধ আজ সব হারিয়ে
অন্ধ বিশ্বাস করতে গিয়ে
গোমরাহিদের কবলে।।
মাজাহাবের টানাটানি
সিয়া সুন্নির হানাহানি
শতক ফির্কার হাতছানি
সেই সুযোগে শির্কপন্থী
ঢালছে বিষোৎগার,
বিপাক পথে আ’ম জনতা
কোনটি হলো – সুন্নি আলো
কে’বা আবার শিরক বলো
কে,বা আবার বাতেল রাহবার।
কোন পথে যে যাবো আমি
না পাই খুঁজে পথ,
এক আল্লাহর একত্ববাদ
এটাই আসল মত।।
পীর ভজনি বন্ধ করে
সহি সুন্নাহ জীবন গড়ে
মুসলিম তুমি শ্রেষ্ঠ উম্মত
সহি ছিত্তায় কয়,
তোমার আদর্শ হোক মহানবী
কুরআন ধারায় হোক যে সবই
তবেই তোমার জয়।।
খোদার বাণী কোরআন জানায়
ফির্কাহ নয় কুল্লু জামিউল মুসলিমিন,
উখুওয়াত হয়ে থাকো সবাই
কবুল করুন আল্লাহ মোদের
আমীন, ইয়া রাব্বিল আলামীন।