মিথ্যা মামলা থেকে প্রত্যাহার পেতে দাবি করেন ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম।
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলা ১১নং মঘাদিয়া ইউনিয়ন ৩ নংওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম (তৌহিদ) সহ তাহার দু সন্তান কে বিভিন্ন মিথ্যা মামলায় অভিযুক্ত করায় থেকে অব্যাহতি পেতে দাবি করেন ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম। সি.আর মামলা ৩০৭/২০২৩ইং ধারা: ১৪৩/৩২৩/৩০৭/৩২৬/৩৫৪/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮৬/৩৮৭/৫০৬/৩৪দন্ড বিধি মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি পেতে চায়, জানান। বাদি রাশেদা আক্তার (৩৩) স্বামী -ওচমান, সাংআবুল কাশেম মেস্তী বাড়ী, গাজীটোলা। ২বাদী: মোহাম্মদ আবদুল জব্বার, দীর্ঘদিন পর্যন্ত আমাদের কে হয়রানি করেন মিথ্যা মামলায় অভিযুক্ত করে আইনি ভাবে। ভুক্তভোগী তৌহিদ জানান, গনমাধ্যমকে আমি মোহাম্মদ ইলিয়াছ গং’র রাজমিস্ত্রী কাজ করতে যায়, পরবর্তী রাশেদা বেগম সহ নিজেকে ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দাবি করে দাপিয়ে বেড়াচ্ছেন ও প্রতিবেশিদের কে বিভিন্ন মিথ্যা মামলায় হুমকি সহ অপকর্ম করে যাচ্ছেন আবদুল জব্বার।শুধু তাই নয় এই মিথ্যা মামলায় অভিযুক্ত তেকে অব্যাহতি পেতে জানান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক রেজাউল করিম (মুন্না)সহ ইউনিয়ন ছাএলীগের সহ দপ্তর সম্পাদক কাওছার সহ জানান, জব্বার বিভিন্নভাবে মিথ্যা মামলায় অভিযুক্ত করে হয়রানি করেন, যাহা দীর্ঘদিন পর্যন্ত সে বিভিন্নভাবে অবৈধ নারী কে দিয়ে মিথ্যা মামলায় অভিযুক্ত করে হয়রানি করেন। উল্লেখ্য, রাশেদা বেগম সহ আবদুল জব্বার মিথ্যা মামলায় অভিযুক্ত থেকে প্রত্যাহার পেতে প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আকুল আবেদন জানান।