বেকার জীবন ছাড়ো
হানিফ রাজা
বেকার জীবন ছেড়ে দিয়ে
আয়’রে যুবক কাজে,
কাজের মাঝে নেই ভেদাভেদ
উন্নতি নাই লাজে।
কোন কাজকেই ছোট করে
দেখবে নাকো তুমি,
কর্ম দিয়েই পোক্ত হবে
পায়ের তলার ভূমি।
স্বপ্ন দেখো সাহস নিয়ে
সঠিক কাজটি করো,
ধৈর্য্য নিয়ে লেগে থেকে
সাফল্যকে ধরো।
ব্যর্থ কিংবা সফল কাজে
সবাই তর্কে মাতে,
জন্ম তোমার মানুষ হয়ে
শক্তি পাবে হাতে।
যতই ছোট হোক না কর্ম
লজ্জা কেনো বলো,
বেকার জীবন অভিশপ্ত
এগিয়ে তাই চলো।