গোস্তের দোকানে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আতিকুর রহমান,কুড়িগ্রাম থেকে
নাগেশ্বরীতে গোস্তের দাম বেশিতে বিক্রি করার কারণে মোবাইল কোর্ট অভিযান চালায় । এ অবস্থায় অনেক গোস্তে দোকান পায় তারা,,যে দোকান গুলোতে নির্ধারিত দামের চেয়েও অনেক বেশিতে বিক্র করে ।
সেখানে মেজিস্টিস এবং কুড়িগ্রাম জেলার পুলিশ কর্মকর্তারা ছিলেন,,তারা দোকান দার দের বলে আপনারা ৫৯৫ টাকা কেজিতে বিক্রি করবেন এটা নির্ধারিত দাম ।
আর বেশিতে বিক্রি করার কারণে মোবাইল কোর্ট দোকান দার দের কাছ থেকে জরিমানা করে ।