কুকুর ছানা
হ.ম আজাদ।
কুকুরের কাজ হাড্ডি চোষা
হাড্ডি পেলে চুপ।
হারামজাদা বেজন্মা সব
পাল্টে শুধু রূপ।।
স্বার্থ হাসিলের সিদ্ধ হস্ত
স্বার্থে মুখে হাসি।
জয়ধ্বনির জোর শ্লোগান
বলে ভালোবাসি।।
তলেতলে বাঁধন কাটতে
ফন্দি আঁটে বসে।
আমজনতা মজে থাকেন
মধু মাখা রসে।।
বহুরূপী কুকুর ছানারা
আছে সবখানে।
মুখোশের আড়ালে থেকেই
মারে শেষে প্রাণে।।