পিরিতের আসক্তি
আসাদুজ্জামান খান মুকুল
প্রেম-পিরিতির কী আসক্তি
যে করে সে জানে,
পিরিতির ধন পেত্নি হলেও
তার প্রতি মন টানে!
দুই নয়নে দেখলে তারে
দেয় হৃদয়ে দোলা,
অপ্সরীর ন্যায় ভেসে উঠে
যায় না তারে ভোলা!
জাত-কুল ও মান ভুলে গিয়ে
ঘুরে যে তার পিছে,
তুল্য হয় না কারোর সাথে
চাঁদ আলোটাও মিছে!
হৃদয় মাঝে বিরাজ করে
সদাই প্রিয় জনা,
প্রেম রোগেতে ডাক্তার-বৈদ্যে
কাজ হয় না রে মনা।
যার সনে যার জমে পিরিত
এই অবনী পরে,
আড়ালেতে পড়লে কভু
চোখের পানি ঝরে!