রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে শারীরিক প্রতিবন্ধী উপর হামলা রংপুর মেডিকেল ভর্তি।
মাটি মামুন রংপুর।
রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে শারীরিক প্রতিবন্ধী লাইজু বেগম এর উপর হামলায় চালায় নুর ইসলাম ও তার ভারাটে গুন্ডা বাহিনী।
হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায়।
রংপুর মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকার
মৃত আছাদ উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (৭১)এর সাথে একই এলাকার হরমুজ আলীর পুত্র নুর ইসলাম (৫৫)নের দীর্ঘ দিন ধরে রাস্তা নিয়ে ঝগড়াঝাটি চলে আসছে ঘটনার দিন ২৬ শে নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১১টার দিকে নজরুল ইসলাম এর বসত বাড়ীর পশ্চিম পাশে ৫০গজ দুরে অবস্থিত তার জমিতে নজরুল ইসলাম এর স্ত্রী মর্জিনা খাতুন গেলে পুর্বের উল্লেখিত শত্রুতার জের ধরে নুর ইসলাম ও তার ভারাটে গুন্ডা বাহিনী লাঠি দিয়ে মর্জিনা বেগমের বুকে, পিঠে, কোমড়ে সহ শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ী মারপিট করে তার চিৎকার চেচামেচি শুনে তার প্রতিবন্ধী মেয়ে লাইজু বেগম আগাইয়া গেলে তাকে ধাক্কাধাক্কি করিতে থাকে এসময় নুর ইসলাম লাইজু বেগমের, পিঠে,
কোমড়ে সহ শরীরের বিভিন্নস্থানে মারপিট করে।
এসময় তারা হত্যার উদ্দেশ্যে জখমী লাইজু বেগমের মাথায় ডাং মারিলে লাইজু বেগম উক্ত ডাং বামহাত দিয়া ঠেকালে ডাংটি উক্ত হাতের কণু ও কব্জির মাঝে লাগিয়া হাড় ভাঙ্গিয়া গুরুত্বর জখম হয়।
এসময় লাইজু বেগমের পড়নের কাপড় টেনে ছিড়ে বিবস্ত্র করিয়া শ্লীলতাহানী ঘটায়।
ঘটনার সময় ডাক-চিৎকারে আশে-পাশে থাকা স্থানীয়
আঃ কুদ্দুস, মতিয়ার রহমান সহ আরও অনেকে ঘটনাস্থলে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবং যাওয়ার সময় বিভিন্ন হুমকি দেয় তাদের কে ড্যাং মার রক্তাক্ত জখম এমন কি জানে মেরে ফেলার হুমকি বাড়ী ঘর ভাংচুর উচ্ছেদ করে মিথ্যা মামলায়
ফাঁসাবে বলিয়া বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায় পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে অটোরিকশা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্মানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থসার্জারীর ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থা মানবেতর জীবনযাপন করছে।
এবিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী লাইজু বেগম এর পিতা
নজরুল ইসলাম রংপুর মিঠাপুকুর থানায় ১। মোঃ নুর ইসলাম (৫৫), পিতা- মোঃ হরমুজ আলী, ২। মোঃ সবুজ
মিয়া (৩০), পিতা- মোঃ নুর ইসলাম, উভয়সাং- ভক্তিপুর চৌধুরীপাড়া, ইউনিয়ন- ২নং রাণীপুকুর অভিযোগ দায়ের করেন, তিনি সাংবাদিকদের বলেন আমরা গরিব অসহায় মানুষ আমার এই প্রতিবন্ধী মেয়েটাকে যে ভাবে ড্যাং মার করেছি আমি এর সুষ্ঠ বিচার দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে।