খুকির পুহুরি
।। এ এস এম সাদেকুল ইসলাম।।
ছোট্ট খুকি খেলা করে
পাড়ার প্যাদা মিলে,
পুহুরী খায় মাটির বসন
মা’য়ে চাউল দিলে।
কলাপাতায় জুলফি বানায়
কদমফুলের দুল,
মায়ের উড়নায় শাড়ী বানায়
শুকনা পাতায় বেনি বানায়।
বাদলা ঘাসের ফুলে
লাগায় নাকের ফুল।
খেলার ছলে আঙিনাতে
কত রকম সাজে,
অবুঝ মনে মেতে আবার
নানা রকম কাজে।
সন্ধা হলে আপন ঘরে
মুরগী তুলে খোঁয়ার,
আকাশ মেঘে বিজলী ভয়ে
লাগায় তখন দুয়ার।।