নবান্ন উৎসব
মমতাজ খানম
ধান কেটে গোলা ভরে
কৃষকের মুখে হাসি,
নবান্ন এই উৎসবে তাই
সবাই মিলে ভাসি।
জোস্না রাতের রুপালী চাদঁ
চারিদিকে আলো,
পিঠা পুলির ধুম পড়েছে
খেতে লাগে ভালো।
গ্রামের বাকাঁ মেঠো পথে
কতো রকম স্মৃতি,
শীতের হাওয়া বয়ে চলে
গরমকে দেয় ইতি।