বগুড়ায় গাকের বাস্তবায়নাধীন RMTP প্রকল্পের ভেটেরিনারি ল্যাব আধুনিকায়নে আল্ট্রা সাউন্ড মেশিন ক্রয়ে চেক প্রদান
বিশেষ প্রতিনিধি :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন RMTP প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলাধীন “আর.কে ভেট এন্ড পেট কেয়ার সেন্টার” এর আধুনিকায়নে উক্ত ভেটেরিনারি ল্যাব এন্ড সার্ভিস সেন্টার এর স্বত্ত্বাধিকারী উদ্যোক্তা ডা. রিপন কুমার মণ্ডলকে আল্ট্রা সাউন্ড মেশিন ক্রয়ে ৬ ডিসেম্বর অনুদানের চেক প্রদান করেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড: খন্দকার আলমগীর হোসেন। আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা ও পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত RMTP প্রকল্পের আওতায় উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ রাফিউল ইসলাম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মো: জিয়াউদ্দিন সরদার, জিআইটি’র অধ্যক্ষ মোঃ আহসান হাবিব, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমানসহ RMTP প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। বগুড়া জেলায় খামারীদের পালিত গবাদী প্রাণীর গর্ভধারণ ও রোগ শনাক্তকরণ পূর্বক সঠিক চিকিৎসার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও পুনরুৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এ পোর্টেবল আল্ট্রা সাউন্ড মেশিনটি খামারী পর্যায়ে যুগোপযোগী পরিষেবা প্রদানে কার্যকারী ভূমিকা রাখবে আশা করা হচ্ছে।