কবিতা: অভিমান
শাহীন শাহ
ধীরে বহে জীবন তরী
অচিন নদীর বাঁকে,
আশায় থাকি প্রাণের মানুষ
দিবে সাড়া ডাকে।
অভিমানে দূরে সরে
থাকে সে যে একা,
হাজার চেষ্টা করি আমি
পেতে তাহার দেখা।
ভালোবাসার হবে যে জয়
তাই তো আশা করি,
অভিযোগের হিসাব ভুলে
এসো হাতটি ধরি।