তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা জুয়েল সিকদারের গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ, মুক্তির দাবী
নিজস্ব প্রতিবেদক:
শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচীর বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তেজগাঁও শিল্পঞ্চল এলাকা থেকে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. জুয়েল সিকদারকে গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তি দাবী করেছেন কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম তুহিন প্রমূখ।
নিন্দা ও প্রতিবাদে তারা বলেন, ‘গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান স্বৈরাচার সরকারও পারবে না। এসময় তারা তার মুক্তি দাবী করেন।
উল্লেখ্য- গত ৫ ডিসেম্বর সন্ধায় বিএনপির ডাকে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচীর বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তেজগাঁও শিল্পঞ্চল এলাকা থেকে পুলিশ জুয়েল সিকদারকে আটক করে। পরে ৬ ডিসেম্বর বিকাল ৫ টার দিকে তাকে আদালতে সোপর্দ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে হাজতে প্রেরণ করেন।