ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
মোঃ শাহীন আলম
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল ও এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ধোপাখলা সাকিনস্থ জনৈক সাইদুর রহমান এর তিন তলা ভবনের ২য় তলার ভাড়াটিয়া ধৃত আসামী মোহাম্মদ আলী (৪৬) এর উত্তর পাশের কক্ষের ভিতর হইতে ০৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২০.২০ ঘটিকায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোহাম্মদ আলী (৪৬), পিতা-মোঃ মহরম আলী, মাতা-শামছুন নাহার, সাং-রায়পুর, ডাকঘর-ঘোষগাঁও, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, দীর্ঘদিন যাবৎ উক্ত ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অভিনব কায়দায় ময়মনসিংহ শহর সহ সারা দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে। কক্সবাজার থেকে যাত্রীবেশে বিমান যোগে ইয়াবা পরিবহন করে ঢাকা বিমানবন্দর থেকে ময়মনসিংহ শহরে নিয়ে আসতো৷ পরে ভাড়া করা ফ্ল্যাটে রেখে চলতো ইয়াবার ব্যবসা।
উক্ত কারবারির সাথে জড়িত এই চক্রের অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।