বগুড়া ও পাবনায় গাক কর্তৃক গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনিধি
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন PACE প্রকল্পের আওতায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভেল্যুচেইন উপ-প্রকল্পের মাধ্যমে বগুড়া জেলার গাবতলী ও পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় মোট ৫০০ কৃষকের অংশ গ্রহণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা হচ্ছে। প্রকল্পটি পিকেএসএফ ও আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় বগুড়া জেলার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামে ১৩ ডিসেম্বর ১০০ জন কৃষকের অংশ গ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ মসলা গবেষণা ইন্সটিটিউট, বগুড়ার উর্দ্ধতন বৈজ্ঞানিক কমকর্তা ডক্টর মোঃ মাহমুদুল হাসান সুজা। মাঠ দিবসের অনুষ্ঠানে অন্যদের মধ্যে গাক’র সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন মোঃ জিয়াউদ্দিন সরদার ও প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ শাহ আলম প্রমুখ বক্তব্য দেন। মাঠ দিবসে সুবিধাভোগী কৃষক ও বক্তারা বলেন, প্রকল্পের আওতায় বারি-৫ জাতের পেয়াঁজ চাষ করে বাম্পার ফলন ও উপযুক্ত মূল্য পাওয়ায় তারা আর্থিক ভাবে লাভবান হয়েছেন। কৃষকরা আরো বলেন তারা নিজেরা ও অন্যদের গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষ বৃদ্ধির জন্য চেষ্টা করার পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় এলাকার শত শত কৃষক, এলাকাবাসী,গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী,গাক’র কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।