ঢাকায় কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত
এম এ খালেক খান :
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকাস্থ পুরানা পল্টন এ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ্যাসোসিয়েনের সভাপতি ও এফবিসিসিআই এর নেতা মোঃ মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সভাপতিত্বে সভায় উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান সমাজের আলোকবর্তিকা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় বোর্ডের অন্যতম ডিরেক্টর সংগঠনের উত্তরাঞ্চলের সভাপতি অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সভায় উপস্থিত থেকে চলমান সময়ের প্রেক্ষিতে সংগঠনের করনীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে বিভিন্ন দিক নিদেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠান কার্যালয়ে পৌঁছাল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানান এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই নেতা মোঃ মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্যান্য পরিচালকগন। আলোচনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান সভাপতি মোঃ মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আলোচনা শেষে এসোসিয়েশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও পযালোচনা শেষে নানা সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সিদ্ধান্ত গুলির মধ্যে অন্যতম ছিল সারাদেশে আলুর উৎপাদন সংক্রান্ত জরিপ, কোল্ড স্টোরেজের যৌক্তিক ভাড়া, কোল্ড স্টোরেজে সংরক্ষণ খরচ ও আলু উৎপাদন থেকে শুরু করে যাবতীয় ব্যয় নির্ণয় করণ।
সভায় উপস্থিত সভ্যগণ সমগ্র দেশে আলু উৎপাদন বিষয়ে প্রাথমিক ধারণা হিসাবে অভিমত ব্যক্ত করেন, এ বছর দেশে আলু উৎপাদন বেশি হবে পাশাপাশি এর উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে যেহেতু উৎপাদনের জন্য যাবতীয় উপাদানের খরচ বেশি পড়ছে। তারা বলেন অকালে অবিরাম বর্ষণ হওয়ায়, কোথাও কোথাও আলুতে লেট ব্লাইট অব পটেটো এ বছর আগামভাবেই ছড়ে পড়েছে। ফলে উচ্চমূল্যের ঔষধ বারংবার প্রয়োগ করেও কাজ হচ্ছে না।
এবছর আলুর বীজের উচ্চমূল্য হওয়ায় ক্ষুদে ও মাঝারি চাষি উদ্বিগ্নজনক ভাবে কমে যাওয়ায় কন্ট্রাক্ট বৃহৎ ফার্মার কোম্পানির আধিক্য বেড়ে গেছে। এগুলো নিয়ে কৃষি ও বানিজ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে উপলব্ধি হয়েছে তাঁরা আমদানিতে আগ্রহী ও উৎফুল্ল, অথচ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা সরকারের আছে। যেকোনো খাদ্য আমদানি করার আগ্রহ সরকারের দ্বিচারিতা হবে। তাই দেশের অধিক আলু উৎপাদন ও এর সংরক্ষণ ব্যয় কমানোর প্রয়াসে অত্র এ্যাসোসিয়েশন কর্তৃক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উইংস এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করে ফলপ্রসূ করতে হবে। সভাটি প্রায় চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়। সভায় এসোসিয়েশনের সকল পরিচালক, টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।