মোঃ সানাউল্লাহ (ফুলবাড়িয়া) ময়মনসিংহ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার আছিম পাটুলী ফাজিল মাদ্রাসায় বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বিরাজমান। তারা বছরের প্রথম দিনেই সব বই পেয়ে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড , মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। মাদ্রাসার সহঃ শিক্ষক মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আছিম পাটুলী ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আনিছুর রহমান। তিনি তার বক্তব্যে মাদক কে না বলে সুশিক্ষিত সুনাগরিক হয়ে উঠার আহ্বান জানান। বিশেষ অতিথি আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশে মোবাইল ব্যবহার হবে কিন্তু তা যেন সঠিক সদ্ব্যাবহার করে। সহকারি অধ্যাপক শাহ মোহাম্মদ জাহিদ হাসান তার বক্তব্যে বলেন, আজকে নৈতিকতার যে অবক্ষয় শুরু হয়েছে এর ছোঁয়া সমাজের সর্বত্র লেগেছে। এর থেকে রক্ষা পেতে হলে মান ও বাস্তব সম্মত শিক্ষার কোন বিকল্প নেই। মাদ্রাসার অধ্যক্ষ তার সমাপনী বক্তৃতায় ইবতেদায়ী ও জেডিসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন ও বছরের শুরুতেই নতুন বই পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষারগুণ গতমান উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বর্তমান সরকারের কাঙ্খিত সহযোগিতা মূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বছরও আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি।
আমরা আজ (মঙ্গলবার) থেকেই নিয়মিত ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এব্যাপারে অভিভাবকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ছাত্ররা উদাসীন থাকলেও অভিভাবকরা যদি সচেতন হন তাহলে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং সরকার সন্তানদের সুশিক্ষিত করার লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নের যে প্রদক্ষেপ নিয়েছে তা সফল হবে।সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলার যে মহৎ উদ্দেশ্য নিয়ে আছিম পাটুলী ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠানটিকে সেই কাঙ্খিত মানে নেওয়ার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রতিবেশী, শিক্ষানুরাগী তথা সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,গভর্নিংবডির বিদ্যুৎসাহী সদস্য এবায়দুল্লাহ, ৫নং ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তফা প্রমুখ।