ভোলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা মো. মোস্তাফিজুর রহমান নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারী) মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান। ওই সময় তাকে দ্রুত উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার বদরপুর গফুর চেয়রম্যান বাড়ির বাসিন্দা এবং লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমোহন উপজেলার চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. মোস্তাফিজুর রহমান ।