ফরিদপুর-১: নৌকায় ভোট দিতে ভোটারদের হুমকি দিচ্ছেন সাবেক অতিরিক্ত আইজিপি আছাদুজ্জামান মিয়া
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর ১ আসনে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নৌকায় ভোট দিতে ভোটারদের হুমকি ধমকি দিচ্ছেন সাবেক অতিরিক্ত আইজিপি আছাদুজ্জামান মিয়া।
রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনে কামারগ্রাম কাঞ্চন একাডেমি কেন্দ্রে নিজের ভোট দেন সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান।
পরে তিনি গোপালপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে স্বশরির হাজির হন। কেন্দ্রে উপস্থিত ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে হুমকি ধমকি দেন। এছাড়াও ভোটারদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন সাবেক এ পুলিশ কর্মকর্তা।
ভোটের আগে প্রচারণা চলাকালীন সময়েও আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে নৌকার প্রার্থী আব্দুর রহমানের পক্ষে কালো টাকা বিতরণের অভিযোগ উঠেছিল। গণমাধ্যমে তা নিয়ে সংবাদও প্রচার হয়।
আছাদুজ্জামান মিয়ার হুমকি ধমকি দেওয়ার ঘটনায় গোপালপুরের বিভিন্ন কেন্দ্রের ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন। তারা নির্বাচন কমিশনকে ভোট চলাকালীন সময়ের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান।