চাঁপাইনবাবগঞ্জ সদর ০৩ আসনে নৌকার ধারেকাছে নেই কেউ
মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ
আজ ৭ জানুয়ারী সুষ্ঠুভাবেই
চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে বিশাল ব্যাবধানে এগিয়ে আছেন নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী নৌকার ধারেকাছেও নেই কোন প্রার্থী।
বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে চতুর্থ বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের ১৭২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণাঃ
চাঁপাইনবাবগঞ্জ (সদর) -০৩ আসনে আওয়ামী লীগের প্রাথী আব্দুল ওদুদ (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নিবাচিত হয়েছেন।তিনি পেযেছেন ৯১৬০৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএম প্রাথী
মোহাম্মদ আব্দুল মতিন পেযেছেন (নোঙর )- ৮৫৪৩।বাকিরা তার ধারে কাছেও নেই